যে বলিউড অভিনেত্রীরা আত্মহত্যা করেছেন
একসময় অভিনয় দিয়ে মাতিয়েছেন বলিউডের রূপালী পর্দা। দর্শকরা তাদের অভিনয় দেখে হয়েছেন মুগ্ধ।আপন ভুবনে দিন দিন বিবর্ণ আর নিষ্প্রাণ হয়ে উঠেছিলেন তাঁরা। বিবর্ণ আর নিষ্প্রাণতা কাটিয়ে দিতে নিজেরদের জীবন দিয়েছেলেন আত্মহুতির মাধ্যমে। আত্মহুতির মাধ্যমে জীবনের অবসান ঘটিয়েছেন এমন ৫ বলিউড অভিনেত্রী নিয়ে আজ আমাদের বিশেষ আয়োজন।
জিয়া খান
জিয়া খান ছিলেন নাজুক প্রকৃতির। সেলিব্রেটি নায়িকাদের আত্মহত্যার তালিকায় সাম্প্রতিক নাম জিয়া খান। বলিউডের বিখ্যাত তারকার বিপরীতে অভিনয় করেছিলেন জিয়া। ‘নিঃশব্দ’ ছবি দিয়ে তিনি তার ক্যারিয়ার শুরু করেছিলেন। পরে, ‘গজিনী’র মতো দুর্দান্ত ছবিতেও তিনি অভিনয় করেন। জুহুর আবাসস্থলে সিলিং ফ্যানে ঝোলানো অবস্থায় তাঁর মৃতদেহ পাওয়া যায় ২০১৩ সালের ৩ জুন। আদিত্য পাঞ্চোলির ছেলে সুরজ পাঞ্চোলির সঙ্গে সম্পর্কের বিষয়টি উল্লেখ করে গেছেন তাঁর সুইসাইড নোটে। সে সম্পর্কের অবস্থাটি যে মোটেও ভালো ছিল না, তা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না।
দিব্যা ভারতী
ক্যারিয়ারের শীর্ষ পর্যায়ে আত্মহত্যা করেছিলেন এই টিনএজ অভিনেত্রী। মাত্র ১৬ বছরে শুরু করেন অভিনয়, মারা যান ১৯ বছর বয়সে। এর মধ্যে ফিল্মফেয়ার পুরস্কারও পেয়েছিলেন ‘দিওয়ানা’ ছবির জন্য। মাত্র তিন বছরের ক্যারিয়ারে অভিনয় করেছিলেন ২১টি ছবিতে। তাঁর মৃত্যু আত্মহত্যা, নাকি হত্যা, নাকি নেহাতই দুর্ঘটনা—এ প্রশ্নের উত্তর পাওয়া যায়নি আজো। ১৯৯৩ সালের ৫ এপ্রিল নিজের অ্যাপার্টমেন্টের জানালা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় তাঁর।
পারভিন ববি
আত্মহত্যার দু’দিন বাদে মৃতদেহ উদ্ধার হয়েছিল পারভিন ববির৷ ২০০৫ সালের এই ঘটনাকে তখন আ্যত্মহত্যার খেতাব দেওয়া হয়েছিল৷ তবে, ঠিক কি কারণে জীবনের শেষ ধাপে পারভিন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তা জানা যায় নি এখনো৷
সিল্ক স্মিতা
আজকের দিনে ছবিতে অবিচ্ছেদ্য অংশ ‘আইটেম নাম্বার’ কিন্তু সিল্ক স্মিতার হাতেই গড়া। বলিউড ছবিতে অভিনয় করলেও মূলত তিনি বিখ্যাত ছিলেন দক্ষিণ ভারতীয় ছবির জন্যই। সামান্য অবস্থান থেকে কাজ শুরু করে তিনি একপর্যায়ে পুরো ভারতের সবচেয়ে আলোচিত অভিনেত্রী হয়ে উঠেছিলেন। ১৯৯৬ সালের ২৩ সেপ্টেম্বর চেন্নাইয়ের অ্যাপার্টমেন্টে বিতর্কিত এই অভিনেত্রীর মৃতদেহ পাওয়া যায় সিলিং ফ্যানে ঝোলানো অবস্থায়। পানাসক্তি, ব্যর্থ প্রেম, অর্থনৈতিক দুরবস্থাই তাঁকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। তাঁর জীবন নিয়ে নির্মিত ‘দ্য ডার্টি পিকচার’-এ বিদ্যা বালান অভিনয় করেছিলেন তাঁর চরিত্রে।
নাফিসা জোসেফ
বলিউড নায়িকা সে রকম পরিচিত না হলেও এমটিভির নিয়মিত মুখ ছিলেন নাফিসা। মিস ইন্ডিয়া ইউনিভার্সে ১৯৯৭ সালের বিজয়ী ছিলেন তিনি, ওই বছর মিয়ামিতে মিস ইউনিভার্স প্রতিযোগিতায়ও সেমিফাইনালিস্ট হয়েছিলেন। ২০০৪ সালের ২৯ জুলাই মুম্বাইয়ে নিজের ফ্ল্যাটে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
0 comments:
Post a Comment