এ বছর বলিউডে বক্স অফিস কাঁপাতে ব্যর্থ একের পর এক ছবি- ‘বম্বে ভেলভেট’, ‘তনু ওয়েডস মনু রিটার্নস’, ‘এবিসিডি টু’, ‘হামারি আধুরি কাহানি’, ‘দিল ধারাকনে দো’ থেকে শুরু করে কোন ছবিই লক্ষী দেবীকে তুষ্ট করতে পারেনি। একমাত্র ‘বাজরাঙ্গী ভাইজান’ ছাড়া প্রত্যাশিত অন্যান্য ছবি হতাশ করেছে দর্শক। তবে মুক্তির অপেক্ষায় থাকা ছবির তালিকার দিকে তাকালে আশা করা যায়, এ বছরের শেষের দিকে জমে উঠবে বলিপাড়া। তারকাবহুল এসব ছবি দর্শকের জন্য নিয়ে আসছে বিশেষ কিছু চমক। যেমন ঐশ্বরিয়ায় কামব্যাক ছবি, দীর্ঘদিন পর একসঙ্গে শাহরুখ-কাজল। মুক্তির তালিকায় দর্শকের আগ্রহের তেমন কিছু ছবি-
দিলওয়ালে: ৭ বছর পর পর্দায় ফিরছে শাহরুখ-কাজল জুটি। তারচেয়ে বড় খবর ২০ বছর পর ফিরছে রাজ-সিমরান জুটি। ছবির ঘোষনার পর থেকেই দর্শক আগ্রহের কমতি নেই। বাকিটা দেখা যাবে ছবি মুক্তির পর, অপেক্ষায় থাকতে হবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।
জযবা: সঞ্জয় গুপ্তার এ ছবির মাধ্যমেই বড়পর্দায় ফিরছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। ছবি নিয়ে এমনিতেই দর্শকদের উৎসাহ তুঙ্গে। তার সঙ্গে আছেন ইরফান খান, শাবানা আজমি, জ্যাকি শ্রফ প্রমুখ। ছবিটি মু্ক্িত পাচ্ছে আগামী ৯ অক্টোবর।
শানদার: করণ জোহর প্রযোজিত ও বিকাশ বহেল পরিচালিত ছবিতে প্রথমবার পর্দায় একসঙ্গে আসছেন শাহিদ কাপুর ও আলিয়া ভাট। ভারতের প্রথম ডেস্টিনেশন ওয়েডিং ছবিতে এই নতুন জুটির রসায়ন পর্দায় দেখতে উৎসাহী দর্শক। আগামী ২২ অক্টোবর মুক্তি পাচ্ছে শানদার।
তামাশা: প্রাক্তন প্রেমিক জুটি রনবীর কাপুর-দীপিকা পাড়ুকোন জুটির সর্বশেষ ছবি ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ সাফল্য নতুন ছবিতেও প্রত্যাশা করছেন সকলে। বাস্তব জীবনে তাদের রোমান্স আর দেখা না গেলেও অনস্ক্রিন রসায়ন দেখতে অপেক্ষায় দর্শন। আগামী ২৭ নভেম্বর মুক্তি পাচ্ছে ছবিটি।
বাজীরাও মাস্তানি: সঞ্জয় লীলা বনশালির ছবি মানেই বলিউডি বক্স অফিসে ধামাকা। আর এ ছবিতে ‘রামলীলা’ অর্থাৎ রনবীর সিং-দীপিকা জুটির সঙ্গে থাকছেন প্রিয়াঙ্কা চোপড়া। বলার অপেক্ষা রাখেনা, ছবিটি দর্শক আগ্রহের কেন্দ্রবিন্দু। মারাঠার পেশোয়া বাজী রাওয়ের চরিত্রে রনবীর সিং, তার দ্বিতীয় স্ত্রী কাশীবাই চরিত্রে প্রিয়াঙ্কা ও যোদ্ধা মাস্তানির চরিত্রে দীপিকার ছবি ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আগামী ১৮ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি।
প্রেম রতন ধন পায়ো: সেই সুরজ বরজাতিয়া, সেই প্রেম। সুরজ বরজাতিয়ার হাত ধরেই আবার পর্দায় ফিরছেন সালমান ‘প্রেম’ খান। রাজশ্রী প্রোডাকশনসের ছবিতে দেখা যাবে সোনম কপূর, আরমান কোহলি, নীল নীতিন মুকেশকেও। আগামী ১২ নভেম্বর মুক্তি পাবে এবছর সালমান খানের দ্বিতীয় চমক।
সিং ইজ ব্লিং: প্রভু দেবা পরিচালিত এ ছবিতে দেখা যাবে অক্ষয় কুমারকে। সামগ্রিক ভাবে বলিউডের বছরটা মোটামুটি কাটলেও অক্ষয়ের বেশ ভালোই কাটছে। ‘বেবি’ ও ‘গব্বর ইজ ব্যাক’ ছবির পর এবার মু্ক্তির অপেক্ষায় করণ জোহরের ‘ব্রাদার্স’। আগামী ১৪ অগাস্ট মুক্তি পাচ্ছে ‘ব্রাদার্স’। ‘সিং ইজ ব্লিং’ মুক্তি পাবে ২ অক্টোবর।
0 comments:
Post a Comment