সেলফি মানসিক রোগ আকারে ছড়িয়ে পড়ছে কিনা তা
নিয়ে যখন বিশ্বজুড়ে বিতর্ক চলছে তখন সাপের সঙ্গে সেলফি তুলে সে বিতর্কে
নতুন মাত্রা যোগ করলেন যুক্তরাষ্ট্রের এক নাগরিক। বিপদজনক ওই সেলফি তুলতে
গিয়ে মোটেও পরিণাম ভালো হয়নি তার। উল্টো সাপের ছোবল খেয়ে মাশুল গুনতে হয়েছে
দেড় লাখ ডলার।
ঘটনাটি ঘটেছে চলতি মাসের শুরুর দিকে।
শনিবার মিররের প্রতিবেদনে বলা হয়, ফাসলার নামের ওই মার্কিন নাগরিক জঙ্গল
থেকে সাপটিকে টান দেয়ার ভঙ্গিতে সেলফি তোলার জন্য পোজ দেন। আর তখনই সাপটি
ছোবল দিয়ে বসে ফাসলারকে। আর সে বিষাক্ত ছোবলে ক্ষতিগ্রস্ত হাতের
চিকিৎসাবাবদ হাসপাতালকে দিতে হয়েছে ১ লাখ ৫৩ হাজার ১৬১ ডলার।
সাপের ছোবল খাওয়ার সে অনুভূতি প্রকাশ করতে গিয়ে ফাসলার বলেন, ‘আমার পুরো শরীর কাঁপছিল। কার্যত আমার গোটা শরীর অবশ হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল, আমার জিহ্বা মুখ থেকে বের হয়ে আসছিল, আমার চোখ বন্ধ হয়ে যাচ্ছিল।’ ফাসলারের একটি পোষা সাপ ছিল। কিন্তু ওই ছোবলের পর পোষা সাপটিকে ছেড়ে দিয়েছেন ফাসলার।
0 comments:
Post a Comment