"আমি ওভারের ৫ বল ইয়র্কার করতে পারি। নতুন, পুরনো যেকোন বলেই পারি।অনুরধ ১৯ দলে খেলার সময় এত ইয়র্কার দেখে কোচ সরোয়ার ইমরান স্যার বিরক্ত হয়ে যেতেন। কারণ বল তাড়াতাড়ি নষ্ট হয়ে যেত।"
"কাটার দেয়া ন্যাচারালি পারি। কারো থেকে শিখি নাই।"
"দুইধরনের কাটার দিতে পারি। ফাস্ট কাটার,স্লো কাটার। সিম ধরে, না ধরে যেকোনভাবেই কাটার দিতে পারি।স্লো কাটার ভারতের সাথে ২য় ওডিয়াই তে প্রথম দেই।"
"চারজন পেসার একসাথে খেললে টিমমেটরা মজা করে বলে, ৩ পেসার, ১ স্পিনার।"
"প্রথম সিরিয়াসলি কাটার দেয়া শুরু করি ২ বছর আগে। ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজ ছিল। নেটে বল করে এনামুল, শামসুর রহমান ভাই দুইজনকেই আউট করি।"
"ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেট খেলে কাটার ভাল নিয়ন্ত্রণে আনি।২১ টি উইকেটের ১৫টি কাটারে পাই। পিচে পেসারদের জন্য সুবিধা নেই। তাই কাটার ছাড়া উপায় নেই।"
"সিনিয়রদের সামনে ড্রেসিংরুমে সোফায় বসিনা। চেয়ারে বসি। ড্রেসিংরুমের একদিকে সিনিয়ররা বসতে চাননা। ঐদিক নাকি কুফা। ভাবলাম কুফা দুর করা দরকার।আমি ঐ জায়গাতেই এখন নিজের আস্তানা বানিয়েছি। লিটন, জুবায়ের ও এখন আমার সাথে ঐদিকে বসে। "
"ভাল ব্যাটসম্যান ব্যাটিং না করলে বল করে মজা পাইনা। ভাল ব্যাটসম্যান হলে অনেক কিছু শিখা যায়। এখন স্বপ্ন, গেইলকে বল করতে চাই।আইপিএলের মত টুর্নামেন্ট খেললে বোলাররা অনেক কিছু শিখতে পারে।"
"শিখার কোন শেষ নাই। যেমন পারনেলের মত স্লোয়ার যা ও গ্রিপ করে পিছনদিক থেকে ছাড়ে, ঐটা পারিনা। এটাতে স্বছন্দ নই আমি। নিজের স্বাচ্ছন্দ্য ঠিক রেখে নতুন নতুন জিনিস শিখতে চাই। ।"
"পেস এত বাড়িয়ে লাভ কি? ১৩৫ কিমি ঠিকই আছে। পেস একসময় কমে যাবে। অন্যান্য কৌশল শিখি।"
"অনুপ্রেরণার অন্য নাম মাশরাফি ভাই।উনি উজ্জিবিত করেন। খারাপ করলে উনি বকেন। সেটাও আমাদের মজা লাগে।"
"পাকিস্তানের সাথে খেলার আগে এত নার্ভাস ছিলাম যে ড্রেসিংরুম থেকে মাঠে আসতে পারছিলাম না। আবুল হাসান রাজু ভাই সাহায্য করেন। প্রথম বল করার পর সব নার্ভাসনেস গায়েব। এখন মজা পাই।"
"পাকিস্তান সিরিজেই হেডকোচ টেস্ট খেলার অফার দিয়েছিলেন। আমি বলেছিলাম আরো সময় দরকার।ঈদে টিকেট কেনার পর জানতে পারি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দলে আছি।"
"টেস্ট ক্রিকেটই আসল ক্রিকেট।"
তথ্যসূত্র : ডেইলি স্টার
0 comments:
Post a Comment